চট্রগ্রাম সংবাদদাতা।।
চট্রগ্রাম মহানগরীর খুলশীর একটি বাসা থেকে রোজি আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) ঝাউতলা বাসা থেকে স্ত্রী লাশ উদ্ধারের পর থেকেই তার স্বামী রেজাউল করিমকে খুজে পাওয়া যাচ্ছে না।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, গত মার্চ থেকে ডিজেল কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাতের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা নিহতের স্বামীকে খুঁজছি। তাকে পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিহত দম্পত্তি পোর্ট সিটি ইউনিভার্সিটিতে প্রহরীর কাজ করত বলে জানা গেছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম