প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২১, ৫:২৮ অপরাহ্ণ
চরফ্যাশনে জমি বিরোধ নিয়ে দিনমজুর পরিবারের উপর হামলা আহত-৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ১০শতাংশ জমির বিরোধকে কেন্দ্র দিনমজুর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন।
আহতরা হলেন, নুরনবী (১৭) সুমন(২৩)ফাতেমা (২০) লতিফা (৪২) ও নুরনাহার (৪০)। দিনমজুর আমির হোসেন অভিযোগ করে বলেন, দুপুরে আমার ছেলে নির্মান শ্রমীক নুরনবী বাড়ির দরজায় টিউবওয়েলে গোসল করতে গেলে একই এলাকার ইব্রাহীম শেখের নেতৃত্বে তাঁর ছেলে সবুজসহ প্রায় ১২ জন একত্রিত হয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলেকে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় ছেলের চিৎকারে আমার পরিবারের অন্যান্য স্বজনরা ছুটে আসলে তাঁদেরকেও মারধর করে হাত ও মাথা ফাটিয়ে দেয় ইব্রাহীম ও তাঁর ছেলে সবুজ। হামলার সময় প্রতিপক্ষরা স্বর্ণালঙ্কার নিয়ে যায় এবং প্রশাসনের কাছে যেন কোনো অভিযোগ না করি সে জন্যেও অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে যায়।
এঘটনায় স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, উভয় পক্ষের সঙ্গে প্রায় ১৮ বছর ধরে মামলা হামলা চলমান রয়েছে। এ অভিযোগ প্রসঙ্গে ইব্রাহীম শেখ বলেন, আমাদেরকেও তাঁদের লোকজন মারধর করে আহত করেছে। শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম