প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ
চরফ্যাশনে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠিত

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন ভোলা প্রতিনিধি।। ৫০টি স্টলের সমন্বয়ে চরফ্যাশন উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম সৌরভ সভাপতি, বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমানের সসঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা যুগান্তর জেরিন মীম'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মানুষের শারিরিক পুষ্টির জন্য গবাদিপশুর মাংস,দুধ,ডিম অত্যন্ত কার্যকরি। আর তাই গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনে প্রাণীসম্পদ অধিদপ্তর সারাদেশে কাজ করছে। প্রাণীসম্পদ অধিদপ্তরের আওতায় উন্নত জাতের গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনে খামারীসহ গৃহস্তদের গবাদিপশুকে চিকিৎসা সেবার পাশাপাশি সঠিক পরামর্শে চরফ্যাশনের খামারীরা এগিয়ে যাচ্ছে। লাভবান হচ্ছে উন্নত জাতের গবাদিপশু পালন করে। পরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সংলগ্ন মাঠে উন্নত জাতের গবাদিপশু ও গৃহপালিত পাখিসহ ৫০টি স্টল প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম