চরফ্যাশনে মাথাবিহীন দগ্ধ অবস্থায় দুই লাশ উদ্ধার
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
-
৫৬
বার দেখা হয়েছে

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। মাথাবিহীন দগ্ধ অবস্থায় দুই জনের দেহাবশেষ উদ্ধার করেছে চরফ্যাশন থানাপুলিশ।বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সুন্দরি ব্রিজ সংলগ্ন এলাকার পরিত্যক্ত একটি বাগান থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়েছে।
চরফ্যাসন থানার ওসি তদন্ত রিপন এ তথ্য নিশ্চিত করেছেন, এসময় ঘটনাস্থল থেকে দেহাবশেষ এর পাশে আংশিক পুড়ে যাওয়া দু’টি মোবাইল পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
চরফ্যাশন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হোসেন ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছেন।
এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতের কোন এক সময়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে আলামত নষ্ট করতেই দেহাবশেষগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
ঘটনাস্থলের আশেপাশে কোন ঘরবাড়ি না থাকায় নির্জন বাগানে খুনিরা ওই দুই ব্যক্তিকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেহগুলো পুড়িয়ে ফেলে।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উৎঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম তদন্ত করছে। এবং দেহাবশেষগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media