প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
চরফ্যাশনে শিশু বলাৎকারের অভিযোগ মামলা

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। চরফ্যাশনে ৫বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাদ্রাজ মেয়াজানপুর ৯ নং ওয়ার্ডের এক শিশুকে বলাৎকার করেছে তার চাচাতো চাচা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিশুর পিতা।
তিনি বলেন,এর পূর্বেও আমার ছেলেকে সে একাধিকবার বলাৎকার করেছে। এঘটনায় ওই শিশুর পিতা চরফ্যাশন থানায় বাদি হয়ে মামলা করলে চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক অভিযুক্ত কামরুল সৈয়াল (৪০) নামের একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছেন। আটককৃত কামরুল সৈয়াল ওই এলাকার আবদুস সালাম সৈয়ালের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে ওই শিশু স্থানীয় হাফেজি মাদ্রাসার ছাত্র। শিশুটি গত (১৭এপ্রিল) শনিবার ১০টার সময় মাদ্রাসায় যাওয়ায়ার সময় একই এলাকার হযরত আলী সৈয়ালের বাড়ির পিছনের বাগানে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে।
পরে বিষয়টি জানাজানির পরে ওই শিশুর পিতা বাদি চরফ্যাশন থানায় পরদিন (১৮এপ্রিল) রবিবার একটি মামলা করলে থানাপুলিশ আসামিকে আটক করে।
স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, আটককৃত কামরুল সৈয়াল এর পূর্বেও এমন ঘটনার সঙ্গে একাধিকবার জরিত হলে স্থানীয়ভাবে ফয়সালা হয়। এক নারী বলেন কামরুল সৈয়াল খারাপ চরিত্রের লোক। এলাকার নারীদের দেখলে সে খারাপ কথাবার্তা বলে।
কামরুলের একাধিক স্বজন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,কামরুল এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত থাকে। এঘটনায় কামরুলের পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হননি।
মঙ্গলবার সকালে চরফ্যাশন থানার তদন্ত কর্মকর্তা জানান,ঘটনা স্বিকার করে কামরুল জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে একটি মামলা নং ৯।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম