এআর সোহেব চৌধুরী।। ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় করোনাকালিন সময়ে সরকারের ঈদ উপহার মানবিক সহায়তা ও ভিজিএফ চালের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণে কনোরকম স্বাস্থ্যবিধির বালাই নেই চরফ্যাশনের হাটবাজারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে।
মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীসহ সারাদেশের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী’র নির্দেশনায় করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের জন্য ভিজিএফ ৪৫০ ও মানবিক সহায়তার বরাদ্দকৃত জন প্রতি ৫০০ টাকা করে নিতে আসা সুভিদাভোগী মানুষের মাঝেই নেই কোনরকমের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতা।
উপজেলার পৌরসভাসহ ২১টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৫শ জনকে জনপ্রতি ৫০০ টাকা করে মানবিক সহায়তা ও ২৭ হাজার ৮শ ৩০ জনকে ৪৫০ টাকা করে জনপ্রতি ভিজিএফের নগদ অর্থ সেবা বিতরনের কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলার আছলামপুর,মাদ্রাজ,জিন্নাগড়সহ একাধীক ইউনিয়ন ঘুরে দেখা যায়, সংশ্লিষ্ট প্রশাসন ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের অব্যবস্থাপনার মধ্য দিয়ে কোনরকমের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্ব ছাড়াই দির্ঘ লাইন ও জটলার মধ্য দিয়ে টাকা নিচ্ছেন নারী পুরুষ সহ কিশোর যুবকরা। কারো মুখেই ছিলোনা মাস্ক। সুফলভোগী আবদুর রহিম বলেন,সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দির্ঘ লাইনে দাড়িয়ে থেকে ভিজিএফের টাকা নিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক নারী জানান, ৪৫০টাকার জন্য ভ্যাপসা গরমের মধ্যে শিশুদের নিয়ে ঘন্টার পর ঘন্টা দির্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়েছে। তবে কোনরকমের স্বাস্থ্য সুরক্ষা ছিলোনা ইউপি পরিষদে। মাদ্রাজ ইউনিয়নের একাধীক ব্যক্তি বলেন, ঈদকে ঘিরে সরকারি বরাদ্দের ভিজিএফের টাকার জন্য পরিষদে গেলেও গাদাগাদি করে লাইনে দাড়িয়ে টাকা নিতে হয়েছে। একই অবস্থা ছিলো জিন্নাগড় সহ বেশ কয়েকটি ইউনিয়নে।
আছলামপুর ইউপি সচিব ইমরান হোসেন জানান, ২হাজার ২৫০জনকে ভিজিএফের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পরিষদে স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা বিতরণ করার চেষ্টা করা হয়েছে তবে সুভিদাভোগীরা তা মানেনি।
উপজেলা ত্রাণ ও পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আনিসুল হক জানান, ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রত্যেক ইউনিয়নের ৫শত কর্মহীনকে মানবিক সহায়তায় ৫০০ টাকা এবং ২৭হাজার ৮শ ৩০জন দুস্থ অসহায়কে ভিজিএফের ৪৫০ টাকা করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে টাকা বিতরণসহ সকলকেই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।