আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ভারতে ২০২০ সালের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের দিকে আসতে পারে করোনা ভাইরাসের টিকা। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের বরাত দিয়ে এনডিটিভি এমন খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়েছে, ভারতে তৈরি তিনটি টিকার মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। হয়তো ২০২০ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের দিকে উৎপাদন শুরু করতে পারবে তারা।দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, করোনার বিরুদ্ধে ৮ মাসের দীর্ঘ লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ। মোট ২২ লাখ মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লাখ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন।
তিনি বলেন, পুনের মাত্র একটি ল্যাবে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবার আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি।এদিকে টিকা সংক্রান্ত এই ঘোষণার মধ্যেই দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গেলো ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।
আর মারা গেছেন ৯১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫৮ হাজার।করোনা সংক্রমণে এ পর্যন্ত ৫৬ হাজার ৭০৬ জন ভারতীয় মারা গেছেন।