আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বলিউড অভিনেতা ঋষি কাপুর আর বেঁচে নেই। বৃহস্পতিবার সকালে ক্যানসারের সঙ্গে লড়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বর্ষীয়ান এই অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর তার পাশেই ছিলেন।
বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন টুইট পোস্টের মাধ্যমে ঋষি কাপুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়া বলে জানিয়েছে, গুরুতর অসুস্থ হলে বুধবার তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। গেল ফেব্রুয়ারিতে দিল্লিতে ‘শর্মা জি নামকিন’ নামের একটি সিনেমার শুটিং চলাকালে অসুস্থত হয়ে পড়েছিলেন। এসময় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর থেকে বিশ্রামেই ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্সা করিয়ে গেল বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন ঋষি। বলিউড কিংবদন্তি রাজ কাপুরের তৃতীয় সন্তান তিনি। অমর আকবর অ্যান্থনি, ববি, চাঁদনিসহ অনেক সুপারহিট সিনেমায় কাজ করেছেন। ‘মেরা নাম জোকার’ দিয়ে কিশোর বয়সে বলিউডে পা রাখেন ঋষি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম