আবা ডেস্ক: ছেলে চাকরি করেন ঢাকাতে,বাড়িতে ছেলের বউকে একা পেয়ে ধর্ষন করেছে বহুবার।কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চরুয়া পাড়া গ্রামে এ অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ
মঙ্গলবার রাতে অভিযুক্ত আলতাফ হোসেনের (৫৫) ছেলে আনিছুর রহমান বাদী কুড়িগ্রাম সদর থানায় একটি ধর্ষণ মামলা করলে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলতাফ হোসেন চরুয়া পাড়া গ্রামের মৃত শফি উদ্দিন ব্যাপারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলতাফ হোসেনের ছেলে আনিছুর রহমান ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। এই সুযোগে অভিযুক্ত আলতাফ হোসেন পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করেন। গেল ছয় জুলাই ভোরে আনিছুর রহমান ঢাকা থেকে বাড়ি ফিরে নিজঘরে স্ত্রীকে ধর্ষণ করতে দেখে ফেলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন আলতাফ হোসেন। কিন্তু সালিশ না মেনে আনিছুর রহমান তার বাবার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ধর্ষণের শিকার আনিছুর রহমানের স্ত্রী বলেন, স্বামী ঢাকায় থাকার সুযোগে শ্বশুর আমাকে একাধিকবার ধর্ষণ করে। আমি এর উপযুক্ত বিচার চাই।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আরটিভি অনলাইনকে জানান, স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে আনিছুর নামের এক ব্যক্তি তার বাবার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার পর আমরা আসামিকে গ্রেপ্তার করেছি।