প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০১৯, ৪:২৩ পূর্বাহ্ণ
চাকুরী দেয়ার নামে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

মঙ্গলবার ওই নারীর অভিযোগে ইউএনওর নির্দেশে উপজেলা পরিষদ চত্বর থেকে বিকালে তাকে আটক করে পুলিশ। দিনভর দেনদরবার করেও শেষ রক্ষা হলো না এ কর্মকর্তার। তার বিরুদ্ধে আরো এরকম অনেক অভিযোগ রয়েছে বলে জানাগেছে।
প্রতারনা মামলায় গ্রেফতার নগেন্দ্রনাথ রায় উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমনীকান্ত রায়ের ছেলে। তিনি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত।
মামলা সুত্রে জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমের কাছ থেকে দুই কিস্তিতি ৫ লাখ ৭০ হাজার টাকা নেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়। কিন্তু এক বছর চলে গেলেও টাকা ফেরত না দিয়ে জ্যোতি বেগমের স্বামী রবিউলকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মেরে ফেলার হুমকি প্রদান করেন তিনি।
এদিকে টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জয়শ্রী রাণী বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রবিউল ইসলাম। অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন ইউএনও। ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে থানায় নেয় পুলিশ।
পরে দিনভর টাকা দিয়ে ব্যাংক কর্মকর্তা নগেন্দ্র নাথকে থানা থেকে ছেড়ে নেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তারা।
এ বিষয়ে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ফরহাদ রানা জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হতে হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশেে নগেন্দ্রনাথ রায়কে আটক করা হয়েছে। কিন্তু কোন সমাধান না হওয়ায় রাতেই তার বিরুদ্ধে মামলায় দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরো জানান, বুূধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
মোঃ সুলতান হোসেন
লালমনিরহাট
২৩/১০/২০১৯
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম