ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। রাষ্ট্রায়াত ৬টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ রংপুর চিনিকলের আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ সকালে জেলার মহিমাগঞ্জে চিনিকলের প্রধান ফটকের সামনের রাস্তায় টায়ার জ¦ালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে তাঁরা।
এ সময় শ্রমিক ও আখচাষী নেতৃবৃন্দ অবিলম্বে রাষ্ট্রায়াতœ সকল চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে রেলপথ ও রাজপথ অচল করে দেয়া হবে বলে ঘোষণা করেন তাঁরা। সড়ক অবরোধে খবর পেয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে সড়ক অবরোধ তুলিয়ে নেয়ার কথা বলেও শ্রমিক ও আখচাষীরা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম