আমাদেরবাংলাদেশ ডেস্ক: চীনের বিরুদ্ধে আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১লা সেপ্টেম্বর শতকরা ১০% শুল্ক আরোপের ঘোষণা কার্যকর হবে এমনটাই টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষি পণ্য না কেনায় সমালোচনা করেন। প্রস্তুাবিত শুল্ক ভবিষ্যতে আরো বাড়তে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
বাণিজ্যযুদ্ধ নিয়ে সমাধানে পৌঁছাতে না পেরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ একে অন্যের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধি করেছে। চীনা টেলিকম সরঞ্জাম কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিসকে ওয়াশিংটনের কালো তালিকাভুক্ত করার পর থেকে এ উত্তেজনা বাড়তে শুরু করে।