আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চুয়াডাঙ্গায় দরিদ্রতার কাছে হার না মানা এক মেধাবী শিক্ষার্থী মামুন হোসেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন।
সোমবার (৩১ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটের সময় পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এই মেধাবী শিক্ষার্থীকে ভর্তি বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
উক্ত বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,মামুন চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার সদাবরি গ্রামের আক্কেল আলীর ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় GPA-5(A+) পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেধাতালিকায় সামনের দিকে ভর্তির যোগ্যতা অর্জন করে।
তার বাবা পরিবারের দায়িত্ব ও ভরণ পোষণ না দেওয়ায় নিজে লেখাপড়ার পাশাপাশি কায়িক শ্রমের মাধ্যমে পরিবারের ব্যয়ভার বহন করে। মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এমন খবর যখন আমি জানতে পারি তখন আমি তাকে আমার অফিসে ডেকে এনে আমি এই মেধাবী শিক্ষার্থী মামুন হোসেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি পাশে দাড়িয়েছি।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম