আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাসায় চুরির পরিকল্পনা আঁটেন রংমিস্ত্রি নবীরুল। পরে যুবলীগকর্মী আসাদুল ইসলাম ও আরেক রং মিস্ত্রী সান্টু কুমার বিশ্বাসের সঙ্গে এই পরিকল্পনা চূড়ান্ত করেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৩ অধিনায়ক আরো জানান, পরিকল্পনা অনুযায়ী চুরি করতেই ইউএনওর সরকারি বাসভবনে একাই প্রবেশ করেছিলেন নবীরুল।কিন্তু তার উপস্থিতি টের পেয়ে যান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। এসময় সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে তাদের দুজনকে একের পর এক আঘাত করে নবীরুল।
এরপর বাসা থেকে বেরিয়ে চলে যায় হামলাকারী। র্যাব-এর জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করছেন আসাদুল।র্যাব-১৩ কর্মকর্তা আরো জানান, চুরি ছাড়াও হামলার অন্য কোন কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর, চিংড়ি ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুদ ও ইউএনওর বাসভবনের নিরাপত্তা প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
যদিও আটক হওয়ার পরপরই জাহাঙ্গীর ও মাসুদকে বহিষ্কার করে যুবলীগ।এর আগে বুধবার গভীর রাতে সরকারি বাসভবনের নিরাপত্তা প্রহরীকে আটকে রেখে, ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) হেলিকপ্টারে ইউএনওকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়েছে। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা খানম।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম