নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় সাম্প্রতিক করোনা ভাইরাসে অসহায় ও ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণ ও দেশের এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
সভায় জেলাতে করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদান ও আক্রান্তদের খাদ্য সহায়তার আশ্বাস দেওয়া হয়। এছাড়া লকডাউন পরিস্থিতিতে দিনমজুর, অসহায়দের খাদ্য বিতরণ কর্মসূচি চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে পুলিশ যেকোন ধরনের সহায়তায় জনগনের পাশে থাকবে। করোনাকে কেন্দ্র করে যাতে কেউ বিভ্রান্তি কিংবা গুজব ছড়াতে না পারে সেজন্য জেলা প্রশাসককে সতর্ক হওয়ার আহবান জানানো হয়।
জেলা প্রশাসকের আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম