নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ১০ মে থেকে লকডাউন শিথিল ও শপিংমল খোলার সকল নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ সুপারের সাথে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সরকারি নির্দেশনা মেনে সকল ব্যবসায়ীদেরকে দোকান পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।জানানো হয়, কেনাবেচার সময় সামাজিক (পারস্পরিক) দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
বিকাল ৫টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।কোন ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম