নিজস্ব প্রতিবেদক।। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ঈদ উল ফিতরের উপহার দিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
আজ সোমবার (১৮ ই মে) চুয়াডাঙ্গায় বসবারত ৩১ মুক্তিযোদ্ধার পুলিশ সদস্যকে উপহার সম্মানি দেন তিনি।
জানা যায়, করোনাভাইরাস উপলক্ষ্যে পুলিশ সুপার অসহায়ের সাহায্যে শুরু থেকেই এগিয়েছিলেন। এবার পবিত্র ঈদকে সামনে রেখে মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে উপহার সামগ্রী দেন তিনি। ঈদ উপহার সামগ্রী” হিসেবে শাড়ী/থ্রি-পিচ/পাঞ্জাবী-পায়জামা/বেবি শেট (পরিবারের সদস্যানুযায়ী), পোলাও চাল ০২ কেজি, তেল ০১ লিটার, ডাল ০১ কেজি, ০২ প্যাকেট লাচ্ছা সেমাই, ০২ প্যাকেট কুলসুন সেমাই, চিনি ০১ কেজি, নারিকেল ০২টি, মিল্ক পাউডার ৫০০ গ্রাম, ডালডা ২৫০ গ্রাম, গরম মশলা, কিচমিচ, বাদাম (পরিমান মত) প্রদান করেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, "বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখা এসব পরিবারের সদস্যদের প্রতি সম্মান রেখেই এ ঈদ উপহার দেওয়া হয়েছে।"
এসময় তিনি আরও জানান, “আমি উপলব্ধি করি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ অনেক সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়া উচিৎ। ফলে আমার আত্মউপলব্ধি থেকে সাধ্যমত তাঁদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি মাত্র। এটি আমার ভাল লাগা ক্ষুদ্র প্রয়াস ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম