নিজস্ব প্রতিবেদক।। প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব। বাংলাদেশের জ্যামিতিক হারে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো দেশ। লকডাউনে কাজের অভাবে অসহায় হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। অসহায় এসব পরিবহন শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলো চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
বুধবার চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ১৬০ শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী হিসেবে কর্মবঞ্চিত শ্রমিকদের মধ্যে ৩ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ৫০০ গ্রাম লবন, পিয়াজ, গুড়া হলুদ, কাঁচা মরিচ, লাউ, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা জেলা জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতে কর্মবঞ্চিত হয়ে চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার বাস ট্রাক ও ট্রাংক লরী শ্রমিকরা।করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই পুলিশ সুপারের উদ্যোগে নিয়মিত ত্রান দিয়ে আসছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম