আমাদেরবাংলাদেশ ডেস্কঃ বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ থেকে অমিত সাহাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অমিতকে বহিষ্কারের কথা জানানো হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অমিত বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ছিলেন।
অমিতের বহিষ্কারের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় রাইজিংবিডিকে বলেন, ‘আমরা তদন্তে জানতে পেরেছি, আবরারকে হত্যার সময় অমিত ঘটনাস্থলে উপস্থিত না থাকলে সে এ ঘটনায় জড়িত। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার প্রমাণ পাওয়া গেছে।’
জয় আরো বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারাও জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে অমিতের সংশ্লিষ্টতা রয়েছে। তাই সব কিছু বিবেচনা করে আমরা অমিতকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। কারণ ছাত্রলীগ কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না।’
আবা/ রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম