শহিদুল ইসলাম সাভার: ধামরাইয়ে ছাত্র বলাৎকারের অভিযোগে এক মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার ধামরাই সদর ইউনিয়নের চৌঠালিয়া এলাকার মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদরাসার ছাত্র আমির হামজা (৮) কে তার মাদরাসার শিক্ষক ইকবাল হোসেন (২৫) বলাৎকার করে। এসময় বলাৎকারের শিকার ওই শিশু ছাত্রটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই শিক্ষককে আটক করে। পরে থানায় খরব দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
বলাৎকারের শিকার আমির হামজা ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকার আনোয়ার হোসেনের পুত্র। সে মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদরাসার মক্তব বিভাগের ছাত্র। আটক শিক্ষক ইকবাল হোসেন গাজীপুর জেলার জয়দেপুর থানার মাষ্টার বাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে বলে জানা যায়। মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদরাসার দেখাশুনার দায়িত্বে থাকা ইসরাফিল হোসেন বলেন, আটক ইকবাল হোসেন এক মাস আগে তাদের মাদরাসায় মক্তব শিক্ষক হিসেবে যোগদান করেছেন।
এ বিষয়ে মাদরাসার পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।এদিকে, আটক মাদরাসা শিক্ষক ইকবাল হোসেন গণমাধ্যমের সামনে ওই ছাত্রকে বলাৎকারের কথা স্বীকার করেন। এবিষায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহার কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কমকে জানান, বলাৎকারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় থানায় একটি মামলা দায়ের হয়েছে (মামলা নং ২৭)।