আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শিশুছেলেকে বাক্স খাটের মধ্যে ঢুকিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে মা। অতঃপর শিশুকে উদ্ধার করা হলো মৃত অবস্থায়। এ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের চণ্ডীগড়ের বুড়েল গ্রামে। এ সময় শিশুটির বাবা থানায় াভিযোগ দায়ের করেছেন।
শিশুটির পিতা দশরথ জানিয়েছেন, বাড়ি ফিরে স্ত্রী-ছেলে কাউকেই দেখতে না পেয়ে তিনি ভেবেছিলেন ছেলেকে নিয়ে স্ত্রী বোধহয় বাপের বাড়ি গেছে। স্ত্রীকে ফোন করলে জানতে পারেন তিনি (স্ত্রী) আর ফিরছেন না। স্ত্রী এও জানান যে ছেলেকে বক্স খাটের মধ্যে রেখে তিনি চলে গেছেন। শুনেই ফোন রেখে ছেলেকে বের করতে উদ্যত হন তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। এর পর দশরথ নিজেই পুলিশে খবর দেন। স্ত্রী ছেলেকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে জানান। শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় থানায় ওই নারীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী এবং তার প্রেমিকের কোনও হদিস পাওয়া যায়নি। সূত্র: আনন্দবাজার
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম