আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মারা গেছেন। স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃত্যুর খবর ঘোষণা করেন। খবর বিবিসি।
শনিবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, "তিনি কেবল আমার ভাই ছিলেন না, তিনি আমার সবচেয়ে ভাল বন্ধু ছিলেন।"এর আগে এর আগে ছোট ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি জানান, তার ছোট ভাই খারাপ সময় পার করছেন।
তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ ছিলেন, তবে তিনি কী রোগে ভুগছিলেন তা জানা যায়নি।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম