আমাদের বাংলাদেশ ডেস্ক: বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করতে সরকারকে নিয়ে বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে, রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির চোখে কালো চশমা থাকায় সরকারের অর্জন ও উন্নয়ন দেখতে পায়না। দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীরা কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের।