বিশেষ প্রতিনিধি।। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, থানাকে জনগনের ভরসার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। থানায় সেবা নিতে আসা সেবাপ্রার্থীরা যেন দ্রুত সেবা পান সে বিষয়ে পুলিশ সদস্যদের আরও সচেতন হতে হবে।
সোমবার (৭ই জুন) সকালে রংপুর পুলিশ লাইন্সে মাসিক অপরাধ ও কল্যান সভায় এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ‘বাংলাদেশ পুলিশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করে গেছেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন কাটিয়ে গেছেন, জীবনের মায়া ত্যাগ করে দেশকে স্বাধীন করে গেছেন, সেই আদর্শ নিয়ে চলতে হবে, তবেই দেশের মানুষ স্বাধীনতার সুফল পাবে।’
তিনি এসময় ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘জনপ্রিয় হতে হলে বঙ্গবন্ধুর মতো কাজের মাধ্যমে জনপ্রিয় হতে হবে। তিনি বলেন, শৃঙ্খলার ক্ষেত্রে শতভাগ মেনে চলতে হবে।’
এসময় মাসিক অপরাধ ও কল্যান সভায় মে মাসের সকল অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অপরাধ ও সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এটিএম আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই, পুলিশ লাইন্স, আরওআই সহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা।
আমাদেরবাংলাদেশ.কম/ রাজু