তানভীর শিকদার (রিমন)।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জের ১ নং চরামদ্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাদলপাড়া গ্রামের আরশাব আলী শিকদারের পুত্র ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মাহাবুব হোসেন শিকদার রাজা।
জনপ্রিয়তা নিয়ে এবার দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দীতা করতে যাচ্ছেন। একজন সৎ ও নির্ভীক মানুষ হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। সবসময় তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ।তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান।
এলাকাবাসীর একান্ত আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলেই সর্বাগ্রে এবারও মাহাবুব হোসেন শিকদার রাজার কথাই উঠে আসে। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ জনগণ তাই এবারও তাঁকেই মেম্বার পদপ্রার্থী হিসেবে স্বতঃস্ফুর্ত সমর্থন জানিয়েছেন।
স্থানীয় সাধারণ ভোটারগণ বলেন,তিনি আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন।রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।তিনি সব সময় দূর্নীতি- অনিয়মের বিরুদ্ধে কথা বলেন।তাই এবারও ১ নং চরামদ্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক মাহাবুব হোসেন শিকদার রাজা কে মেম্বার হিসেবে দেখতে চাই।
বাদলপাড়া গ্রামের মোঃ শামছুল হক মল্লিক বলেন, রাজা ভাই আমাদের প্রিয় একজন মানুষ।তার দ্বারা সবসময়ই সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে।আমার জানামতে সে কখনও কারোরই ক্ষতি করে নাই। এবারও সে নির্বাচিত হলে এলাকার অসহায় মানুষের যেমন উপকার হবে,তেমনি এলাকারও অনেক উন্নয়ন হবে।তাই আমাদের সাধারণ মানুষের দাবি এবার রাজা ভাইকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।
চরমদ্দি গ্রামের নাসির শিকদার বলেন, গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় রাজা মিয়া দাঁড়ান।তিনি একজন সাধারণ পরিবারের সন্তান।তাকে আমরা সকলেই ভালোবাসি।মেম্বার হিসেবে আমরা এবারও তাকেই চাই।’
মোঃ আমজেদ মল্লিক বলেন,আমরা অসৎ ও দূর্নীতিবাজ কাওকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাইনা।রাজা ভাইকে আমরা ছোটবেলা থেকেই চিনি।তিনি আমাদের অত্যন্ত আস্থাভাজন মানুষ।এবারের ইউপি নির্বাচনে অত্র ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করে দেখাবো ইনশাআল্লাহ।
বর্তমান ইউপি সদস্য ও মেম্বার পদপ্রার্থী মোঃ মাহাবুব হোসেন শিকদার রাজা বলেন, আমি একজন সাধারণ জনপ্রতিনিধি,আমার যা আছে তাই দিয়েই এলাকার অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। অতীতের মতো এবারও আমার ওয়ার্ডের অবহেলিত মানুষের সেবা দিয়ে যেতে পারলে ই আমি সার্থক। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই।তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই।আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই।আমাদের ওয়ার্ডের মা,মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন,লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।সকল রাস্তাঘাট নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চাই। বাল্যবিবাহ ও মাদক নির্মূল করতে চাই।আপনাদের সহযোগিতা,দোয়া ও দয়া চাই।
আমাদেরবাংলাদেশ.কম/রিমন
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম