আমাদেরবাংলাদেশ ডেস্ক।। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্তরাল থেকে জনসমক্ষে আসার পরও এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার বিতর্ক শুরু হয়েছে এটি আসল কিম নাকি তার ডামি। এই বিতর্ক যে সাধারণ মানুষের পর্যায়ে তা কিন্তু নয়, এই বিতর্কে অংশ নিয়েছেন ব্রিটিশ এমপি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
আনন্দবাজার তার এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন অন্তরালে থাকার পর জনসমক্ষে যে আসছিল সে কি কিম জং উন না কি তার ডামি। ব্রিটেনের সাবেক সংসদ সদস্য প্রশ্ন তোলেন, সামনে আসা কিমের সঙ্গে আসল কিমের মুখের আদল থেকে শুরু করে নাক, কান, দাঁত, চুলের পার্থক্য রয়েছে।
এক মাসেরও বেশি সময় অন্তরালে থাকার পর গত ১ মে প্রকাশ্যে আসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
ব্রিটেনের সাবেক সাংসদ লুই মেন্শ বলেন, দাঁত ও কানের গড়ন এক রকম নয়। উপরের ঠোঁটের যে অংশকে ‘কিউপিড বো’ বলা হয়, তার চরিত্র দু’জনের আলাদা। কেউ কেউ ফারাক দেখিয়েছিলেন হেয়ারস্টাইলের।