আমাদেরবাংলাদেশ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর রঙ্গভূমি (জবিরঙ্গ) কতৃক দিনব্যাপী নাট্যোৎসব ও সন্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। আজ সোমবার(১৩ কার্তিক ১৪২৬) সকাল ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে জবিরঙ্গ তাদের কার্যক্রম শুরু করে।
জবিরঙ্গের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারনবশত উপস্থিত থাকতে পারেনি এবং সমাপনী বক্তা হিসেবে বক্তব্য
রাখেন কামাল বায়েজিদ(সাধারণ সম্পাদক ,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন)।
জবিরঙ্গের দিনব্যাপী নাট্যোৎসবের মধ্যে ছিলো বেলা ১১ ঘটিকায় অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর অন্যতম নাটক "আয়না বিবির পালা।"
কেন্দ্রীয় মিলনায়তনে দুপুর ২ ঘটিকায় ফরিদ কামিল রচিত বিক্ষ্যাত নাটক "জেরা"। এবং সন্ধা ৬ ঘটিকায় কাজী মোস্তাঈন বিল্লাহ এর রুপান্তরিত নাটক "চিড়িয়াখানার গল্প"। এছাড়া ছিলো স্থাপনা শিল্প বিবর্তন ও বায়োস্কোপ প্রদর্শনী।এছাড়াও পালাগানে বিশেষ অবদানের জন্য ইসলাম উদ্দীন পালাকারকে সন্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য,২৮ অক্টোবর ২০১৮ সালে জবিরঙ্গ নাট্যদল হিসেবে যাত্রা শুরু করে।জবিরঙ্গের ১ বছর পূ্র্তিতে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম