প্রতিনিধি,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর সকল ইউনিট (ইউনিট ১,২,৩ ও বিশেষ ইউনিট চারুকলা, নাট্যকলা, সঙ্গীত, ফিল্ম ও টেলিভিশন) এর ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জবির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জবির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইউনিট ১,২,ও ৩ এর ভর্তি পরীক্ষা যথাক্রমে ২১,২০ ও ১৪ সেপ্টেম্বর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিশেষ ইউনিট সমূহের পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। ইউনিট ১,২ ও ৩ এ প্রতি আসনের জন্য লড়াই করেছে যথাক্রমে ২১,২৭ ও ৩৩ জন করে।
উল্লেখ্য যে, ইতিমধ্যে জবির ভর্তির তারিখ ও ভর্তি সংক্রান্ত নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভর্তি প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে (১১-১৭ নভেম্বর) প্রতিটি ইউনিটের আসনের সমপরিমান শিক্ষার্থীদের ভর্তির জন্য আহবান করা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। ইউনিট ২ ও ৩ এ ভর্তির জন্য ১০,৪০০ টাকা,ইউনিট ১ ও বিশেষ ইউনিট ৪ টির জন্য ১২,৪০০ টাকা প্রদান করতে হবে।
ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jnu.ac.bd ও ভর্তির সাইট http://www.jnu.ac.bd/ এ পাওয়া যাবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম