জবি প্রতিনিধি।। আগামী তিন বছরের জন্য বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড.পারভীন আক্তার জেমী। ড.আরজুমন্দ আরা বানু এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত মেয়াদ ১১/১১/২০১৯ তারিখ ০৩(তিন) বছর পুর্ন হবে।এই মেয়াদ পূর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ২৪(২)ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড.পারভীন আক্তার জেমীকে পরবর্তী ০৩(তিন) বছরের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এবং এ আদেশ ১২/১১/২০১৯ হইতে কার্যকর হবে বলে জানান রেজিস্ট্রার দপ্তর(জবি)
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিজ্ঞোপ্তিতে পুর্বের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু হতে চেয়ারম্যানের সকল দায়িত্ব নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড.পারভীন আক্তার জেমী কে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং নব নিযুক্ত চেয়ারম্যানকে তার সকল দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জবির রেজিস্ট্রার দপ্তর।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম