মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রবিবার (২০ অক্টোবর)। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রতি বছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। এ বছরও প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান,এরই মধ্যে দিয়ে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। আগামীকাল সকাল ৯ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ এ জাতীয় সঙ্গীত এর সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় এর পতাকা উত্তোলন করা হবে।এ ছাড়াও দিন ব্যাপী থাকবে নানা অনুষ্ঠান।