চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে৷
বুধ বার সকাল ১০টায় কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার হলরুমে শিক্ষক-কর্মচারীদের পক্ষে জামিয়াতুল মোদার্রেছীন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও অত্র মাদরাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) কামরুজ্জামান এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে অধ্যক্ষ আবু ইকবাল মোঃ ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি ও হাজারিগঞ্জ হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, চরমাদ্রাজ ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়তের সিনিয়র সহসভাপতি মোঃ নিজামুদ্দিন হুমায়ুন সরমান৷ এছাড়াও কমিটির অন্যান্য সদস্য ও উক্ত মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷