রাজ্যের বদলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব দেন অমিত শাহ। তিনি বলেন, দিল্লীর মতো কেন্দ্রশাসিত দুটি আলাদা অঞ্চল হবে লাদাখ ও কাশ্মির।
এ ঘোষনার সাথে সাথেই পার্লামেন্টে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা। পরে কয়েক মিনিটের জন্য অধিবেশন মুলতবি হয়।
এনডিটিভির খবরে বলা হয়, এ বিষয়ে একটি বিল সই করেছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।
কংগ্রেসের অভিযোগ, সংবিধান নিয়ে উপহাস করছে ক্ষমতাসীন বিজেপি। আর একে ইতিহাসের কালো দিন উল্লেখ করে টুইট করেছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
৩৭০ ধারার ফলে নিজস্ব সংবিধান ও প্রতিরক্ষা, বিদেশ নীতিসহ সবক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা ছিল কাশ্মির সরকারের। ধারা বাতিলের ফলে তা এখন চলে যাবে কেন্দ্র সরকারের হাতে।
এরআগে রোববার মধ্যরাত থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দী করে রাখা হয়।
সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট করে জানান, আমাকে গৃহবন্দী করা হয়েছে। অন্যান্য মূল ধারার রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও সম্ভবত একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।