রেজাউল করিম শাওন,জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে কনফারেন্স রুমে একটি মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়।ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বর্তমান সময়ের ঘটিত বিভিন্ন ঘটনার কথা চিন্তা করে শিক্ষার্থীদের সবরকম সমস্যা,বিষন্নতা দূর করা এবং শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আলোচনা করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।
এই সেমিনারটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডঃ মোঃএ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।আরোও অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন,রেজিস্টার ডঃ মোহাম্মদ হুমায়ুন কবির,
ব্যাবসায় প্রশাসন অনুষদের ডীন ডঃ সুব্রত কুমার দে,প্রক্টর ডঃ উজ্জ্বল কুমার প্রধান,প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যাক্তিগণ বক্তব্য রাখেন।উক্ত সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডঃজিল্লুর রহমান পল।অলোচনা শেষে বিভাগের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।