ইউসুফ গোহার, শরীয়তপুর প্রতিনিধি : জাগো জাগো শরীয়তপুর, যাবো নাকো ফরিদপুর : ঢাকায় আছি ঢাকায় থাকবো’ এ স্লোগান সামনে রেখে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে শরীয়তপুরের স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরীয়তপুরের বিভিন্ন স্কুলে কলেজে ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধ পালন করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।জানা যায়, শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত খবরে ফুঁসে উঠেছে পুরো শরীয়তপুর জেলার লোকজন।
এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন যাবত জাগো শরীয়তপুরের ব্যানারে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সরকারের দৃষ্টি আকর্ষণে উক্ত ১১ লক্ষ শরীয়তপুরবাসীর প্রানের দাবি “জাগো জাগো শরীয়তপুর, যাবো নাকো ফরিদপুর” কর্মসূচিতে শরীয়তপুরের স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ লোকজনও দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। তাদের একটাই দাবি শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ রাখতে হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম