আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এবারের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিবিপিএল) সিলেট থান্ডারের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ড. কাজী এরতেজা হাসান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সন্তান হিসাবে ক্রীড়া ক্ষেত্রে বরাবরই পৃষ্ঠপোষকতা করে আসছেন ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন ড. কাজী এরতেজা হাসান। এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান বলেন, এবারের বিপিএল’এ সিলেট থান্ডারের প্রধান পৃষ্ঠপোষকতা করছে ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ই-কমার্স ভিত্তিক বাজার২৪.বিজ।
ক্রিকেট অন্তপ্রাণ ড. কাজী এরতেজা হাসান বলেন, একমাত্র ক্রিকেটই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করেছে। এছাড়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেও আজ বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল। শেখ হাসিনার স্বপ্নের মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। সেদিক বিবেচনায় এবার বিপিএল’লে নাম লিখিয়েছেন । এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের টুর্নামেন্টটি জয়ের জন্যই মাঠে নামবে তার দল সিলেট থান্ডার। উল্লেখ্য, ২০১৬ সালের বিপিএল’র আসরে রংপুর রাইডার্সের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন ড. কাজী এরতেজা হাসান। এছাড়া তিনি বাংলাদেশ কুস্তি ফেডারেশনের ভাইস চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন।