অনলাইন ডেস্ক।। জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার মারা গেছেন। বুধবার (০৪ মার্চ) নিজ জন্মভূমি পেরুতে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ১০০ বছর।
হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের ৫ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধের সময় দুই দেশের যুদ্ধবিরতিতে কাজ করেন তিনি। পেরুর একজন সফল কূটনীতিক ছিলেন তিনি। এল সালভাদরের গৃহযুদ্ধ অবসানেও কাজ করেছেন হাভিয়ার পেরেজ।
আগামীকাল শুক্রবার (০৬ মার্চ) তাকে সমাধিস্থ করা হবে বলে জানান তার ছেলে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম