স্টাফ রিপোর্টার:
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। পরে শহীদ বেদির সামনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও সৌধের আঙ্গিনায় একটি বিচিত্রা বকুল গাছের চারা রোপণ করেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
এসময় তার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সেনা বাহিনির ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
7
এর আগে সকাল থেকেই ভুটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে শেরিংকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ডা. লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে বাংলাদেশেই সার্জারিতে উচ্চতর ডিগ্রি নেন তিনি। দেশে ফিরে চিকিৎসা পেশায় যোগ দেন লোটে শেরিং।
২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হন লোটে শেরিং। ২০১৮ সালের নির্বাচনে চমক দেখায় তার দল। নির্বাচনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র দলকে হারিয়ে নভেম্বরে ভুটানের প্রধানমন্ত্রী হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই প্রথম কোনো রাষ্ট্র প্রধানের বাংলাদেশ সফর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম