বিশেষ প্রতিনিধি।। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে”আইন মেনে চালাবো গাড়ি,নিরাপদে ঘরে ফিরি’এই প্রতিবাদ্যকে সামনে রেখে শনিবার (২২ অক্টোবর) সকালে প্রশাসনের আয়োজনে এই র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি কেশবপুর থানার মোড় হতে শুরু করে যশোর-মনিরামপুর মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন,নিরাপদ সড়ক দিবসের স্লোগান মেনে সবাই-কে গাড়ি চালাতে হবে। কারণ আমরা গাড়ি চালানোর সময় খুবই অস্থির থাকি,অমনোযোগী থাকি। আর এর কারণেই যত বিপত্তি। আমরা নিজেরা সচেতন হলেই দূর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।
কেশবপুর উপজেলার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল পথসভা শেষে পরিবহন মালিক- শ্রমিক,চালক ও জনসাধারণের উদ্দেশ্যে নিরাপদ সড়ক দিবসের মুল প্রতিপাদ্য বিষয়’আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’এ সচেতন তামূলক বক্তব্য প্রদান করে বলেন,একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না,গাড়ী চালানোর ক্ষেত্রে সকল চালকদের সতর্কতার সহিত সড়ক আইন অনুসরণ করতে হবে। ট্রাফিক আইন মেনে চললে অনেকটা দুর্ঘটনা রোধ সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তাই সকল ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলি,দুর্ঘটনা রোধ করি। সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতন হই। নিজে বাঁচুন,অন্যকে বাঁচান, এই শ্লোগান মনেপ্রানে ধারণ করে চলার জন্য উপস্থিত পরিবহন মালিক, চালক,শ্রমিক ও যাত্রী সাধারণের প্রতি আহবান জানানো তিনি।
এসময় সমাবেশে আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব ডা: আলমগীর হোসেন,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেন,সহকারি প্রোগ্রামার আব্দুস সামাদ,সচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ,ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল,নিরাপদ সড়ক চাই (নিচসা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা রমেশ চন্দ্র দত্ত,উপদেষ্টা আশরাফুজ্জামান,সদস্য সচিবশরিফুল ইসলাম প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু