নিজস্ব প্রতিবেদক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্লাহর আদালতে তাকে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রদানকৃত ওই শিক্ষার্থীর নাম আসাদ মিয়া। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
কারাদন্ড প্রদানকৃত ওই শিক্ষার্থী রংপুরের কাউনিয়া উপজেলার ভুতছড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবির) প্রক্টর আ,স,ম ফিরোজ উল হাসান জানান, আসাদ মিয়া গতকাল বিকেলে জাবির প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা ও মানবিকি অনুষদ ভুক্ত সি ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে তাকে ডিজিটাল ডিভাইসসহ আটক করে। পরে তাকে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্লাহর আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে রাতেই কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম