প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০১৯, ৫:০৭ পূর্বাহ্ণ
জাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নোবিপ্রবিসাসের নিন্দা

নোবিপ্রবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালীন সংবাদ সংগ্রহের সময় দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজ এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানান।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করলে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এতে হামলা চালায়। এসময় সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল মিঠুন, বার্তা২৪.কমের প্রতিনিধি রুদ্র আজাদ, বাংলালাইভ২৪.কমের প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল, বার্তাবাজারের প্রতিনিধি ইমরান হোসাইন হিমু।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন এবং হুমকি এদেশে নতুন কিছু নয়। পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংবাদ সংগ্রহ করতে গেলেই বরাবরের মতোই স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়তে হচ্ছে সাংবাদিকদের। সরকার দলীয় ছাত্রসংগঠন কর্তৃক হামলার শিকার হতে হয়। পূর্বেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কর্তৃক প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতিই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত অবস্থায় সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য কাজ করতে সাহস না করে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম