প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০১৯, ৩:২৬ পূর্বাহ্ণ
জাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন এ কর্মসূচি ঘোষণা দেয় ও উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান।
এর আগে গতকাল সারাদিন বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে দিয়ে উত্তেজনা বিরাজমান ছিলো পুরো ক্যাম্পাসজুড়ে।পুরো ক্যাম্পাসে ছিল নিরাপত্তা বেস্টনির আতায়। এদিকেই উপাচার্য ফারজানা ইসলাম জানিয়েছে, জামায়ত পন্থি কিছু লোক শিক্ষকদের এ উস্কানি দিচ্ছেন। অন্যদিকে শিক্ষক প্যানেলগুলো উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে বলেও তারা জানিয়েছেন।
গতকাল বিকেলবেলা উপাচার্য ফারজানা ইসলামের সভাপতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চলমান আন্দোলনের মাঝে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষনা করেন।
আবা/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম