আমাদেরবাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও ভারতের সাথে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন। ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জয় বাংলা গেইট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ মিছিলে তারা আবরার ফাহাদের হত্যার বিচার দাবি এবং বাংলাদেশ-ভারত চুক্তির সমালোচনা করে স্লোগান দিতে থাকে। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রায় দুই ঘণ্টা পরে বিকাল ৩ টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম