প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২০, ৯:৩২ পূর্বাহ্ণ
জামালগঞ্জে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৪ জানুয়ারি শনিবার সকালে স্থানীয় সংগঠন দেশ প্রবাসের আয়োজনে উপজেলা হল রুমে গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে ৬০ পিচ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের পূর্বে আবু তালহা বিন মনিরের পরিচালনায় নুরল হক আর্মি এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব রইছ উদ্দিন , দেশ প্রবাস সংগঠনের সদস্য সচিব রতন পাল , ভীমখালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনির হোসেন, নবীন উদয় যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন , সুনামগঞ্জ জেলা শাখার হাসুসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম