আমাদেরবাংলাদেশ ডেক্স : একজন মুক্তিযোদ্ধা পৃথিবীর যেখানেই বাস করুন না কেন,জীবন-জীবিকা বা অন্যবিধ প্রয়োজনে, হৃদয় তাঁর পড়ে থাকবে বাংলাদেশের সবুজ প্রান্তর, নদীনালা, হাওড়-বাওড়, ঝোপঝাড়, ফসলের ক্ষেতে। কারণ সেই মুক্তিযোদ্ধার জীবন বাজি রাখা স্বাধীনতা যুদ্ধের শ্রেষ্টতম সময়ের স্বাক্ষী হয়ে আছে দেশের সেইসব আনাচ-কানাচ।
আর যে গণমানুষের মুক্তির জন্য ছিল সেই আমরণ সংগ্রাম, তাদের প্রতি কেন থাকবে না তাঁর নাড়ীর টান? জার্মানিতে প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমনই একজন মানুষ। তাই তিনি আজও স্মৃতিকাতর সেই অগ্নিঝরা উত্তাল দিনগুলির প্রতি। দেশের মাটি ও মানুষের যে কোনো ক্রান্তিকালে তাই আজও ছুটে আসতে চান তাদের পাশে।
আব্দুল মতিনের মত একজন প্রকৃত মুক্তিযোদ্ধার কলম থেকেই আশা করবো বেরিয়ে আসবে অনেক মূল্যবান স্মৃতিকথা যা হয়ে যেতে পারে মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্পদ আর দেশগড়ায় তরুণ সমাজের অনুপ্রেরণার উৎস।