আমাদেরবাংলাদেশ ডেক্স : পেনশনের টাকাগুলো আমার এ্যাকাউন্টে ডুকলেই বিমানে উঠব। কত স্মৃতি, কত দূ:খ কষ্ট, বাড়ী সব কিছু ফেলে চলে আসব আমার দেশ, আমার মাটি আমার গ্রাম, যেখানে আমার শৈশব কেটেছে, সেই পুরাতনের স্মৃতিকে জীবনের শেষ সময় টুকু মেহনতী মানুষের পাশে থেকে জনগনের সেবক হয়ে 'না ফেরার দেশে চলে যাব'তাই রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসাবে আবার সবার সাথে মিলিত হ'ব ও জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বনন্দিত বঙ্গকন্যার হাত শক্তিশালী করব এই প্রত্যশায়।সবার দোয়া চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হউক,লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম