আমাদেরবাংলাদেশ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোচিং করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রী নাবিলা ইসলামের(১৮) খোজ মেলেনি এখনো। পারিবারিক সূত্রে জানা যায়,গত ৪ অক্টোবর ২০১৯ইং শুক্রবার সকাল ৭ টার দিকে কোচিং করতে গেলে এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি নং ২৯৯। জানা যায়,নাবিলা ইসলাম (১৮) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার জাহাঙ্গীর নগর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
সে দীর্ঘদিন ধরে ও-ই এলাকাতেই এক শিক্ষকের কাছে কোচিং করত। ইতিমধ্যে গত ০৪ অক্টোবর সে যথা নিয়মে কোচিং করতে গেলে আর বাসায় ফেরেনি। এ নিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। উল্লেখ্য, নাবিলা সাভার আশুলিয়ার কাঠগড়া এলাকার মোঃ নূরুল ইসলামের মেয়ে। তার মা দোলন নাহার মেয়ের জন্য পথ চেয়ে আছে।