ঢাকা।। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, করোনাভাইরাসের কবল থেকে ঢাকার দেড় কোটি মানুষকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থাকবেন । বৃহস্পতিবার (২ এপ্রিল) পুরোনো ঢাকার বংশাল এলাকায় রিকশাচালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর শুধু ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহারের নির্দেশনা থাকলেও খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি কেন পিপিই ব্যবহার করছেন, জানতে চাইলে সাঈদ খোকন বলেন, আপনার কাছে বিষয়টি অস্বাভাবিক লাগতে পারে। আমি যদি আজ অসুস্থ হয়ে পড়ি এই দেড় কোটি মানুষের পাশে কে থাকবে? আমি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় আছি এবং থাকব। আমি যদি অসুস্থ হয়ে পড়ি আপনি কাকে নিয়ে আসবেন? আপনি আমাকে বিব্রত করতে পারেন, কিন্তু আমার নিরাপত্তা আমাকে নিতে হবে।
সাঈদ খোকন বলেন, আমরা এরই মধ্যে ৭০টি ওয়ার্ডের তালিকা সংগ্রহ করেছি। আজ আমাদের ২০টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে ও সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে সেগুলো বিতরণ করা হচ্ছে। তারা বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, দেশে পর্যাপ্ত পরিমাণের খাদ্যসামগ্রী রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু একটি বিষয় আপনাদের বারবার বলছি আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। আপনাদের সতর্কতা আপনার এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারে। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। তার সৈনিক হিসেবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা রাজপথে আছি এবং থাকব।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম