ঢাকা।। পবিত্র জুমাতুল বিদা আজ। অর্থাৎ রমজানের শেষ জুমা। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রমজানের শেষ দশকে হওয়ার কারণে এ জুমআর সঙ্গে শেষ দশকের (নাজাতের) ফজিলতও যোগ হয়েছে।
এ দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা করা হয়। দিনটিতে ইবাদত– বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও রহমত কামনা করেন মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় বিশ্বব্যাপী করোনা থেকে মুক্তির জন্য।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার জুমাতুল বিদায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি ও শরীরিক দূরত্ব বজায় রেখে মুসলি¬রা নামাজ আদায় করেছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ঘরে বসে ইবাদত করলে তার ফজিলত রয়েছে অনেক।