আমাদেরবাংলাদেশ ডেস্ক: ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের যুক্তি ও সাক্ষাৎকারগুলোকে যুক্তরাষ্ট্র ‘ভয় পায়’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ইরানের উত্তর-পূর্ব আজারবাইজান প্রদেশের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট রুহানি বলেন, কঠোর নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির কৌশলের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়ে মার্কিন সরকার এখন শিশুসুলভ পদক্ষেপ নিচ্ছে।
বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয় ।
জারিফকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষে সারা বিশ্বে প্রাথমিক মুখপাত্র হিসেবে কাজ করছে। আর তা বন্ধ করতে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আনে।
রুহানি বলেন, শত্রুরা প্রতিদিন বলে যে, তারা নিঃশর্তভাবে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় অথচ তারা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের এইসব শত্রুতামূলক পদক্ষেপ তাদের এতটা বেপরোয়া করে তুলেছে যে, তারা এখন জ্ঞান-বুদ্ধি দিয়ে কোনো কিছু ভাবতে পারছে না।
‘এটি খুবই পরিষ্কার, সমস্ত আলোচনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আর পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সেই মন্ত্রণালয়ের প্রধান।’
‘আমেরিকা নিজেকে ‘বিশ্ব শক্তি’ মনে করে অথচ আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারকে ভয় পায়’ বলেন প্রেসিডেন্ট রুহানি
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম