সাতক্ষীরা সংবাদদাতা।। সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে জর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া কলেজ ছাত্রের বাড়িসহ ৫ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাযা শেষে তার মরদেহ দুপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী জানান, মরদেহ সমাহিত করার পরে মারা যাওয়া কলেজ ছাত্র হাসান আলীর বাড়িসহ ৫ বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া তার দাফন-কাফনে অংশ নেয়া ব্যক্তি ও পরিবারের সদস্যসহ মোট ১৮ জনকে লকডাউন এর আওতায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত সরকারিভাবে ত্রাণ তৎপরতা চলবে এসব পরিবারের জন্য।
ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নারায়নপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে হাসান আলী জর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মারা যায়। সমাহিত করার আগে ঢাকার আইইডিসিআরে পাঠানোর জন্য তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম